শাহ জাহান আলী মিটন : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অফিসে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিয়াজান আলী, সদর উপজেলা শিক্ষক এইচ এম ইশার আলী প্রমুখ। এসময় মোহনপুর আনসার ও ভিডিপি ক্লাব সমিতির অনুকুলে ১০টি গাছের চারা বিতরণ করা হয়। এর আগে ১৯ই অক্টোবর জেলার সকল উপজেলার আনসার ও ভিডিপির কার্যালয়ে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।