মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। বৃহস্পতিবার সকালে কমপ্লেক্সের দ্বিতীয় তলা হলরুমের ঢালাই কাজ তদারকি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এসময়ে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী আবুল আল মামুন, সজল বিশ্বাস, এম এ সামাদ, সার্ভেয়ার ইমরান হোসেন সহ অনেকে। পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে মেগাপ্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে উপজেলা ও গ্রাম পর্যায়ে ব্যাপক কাজ করে চলেছেন। তার ধারাবাহিকতায় কৃষি কলেজ, কারিগরি স্কুল নির্মাণসহ উপজেলা কমপ্লেক্স স¤প্রসারিত প্রশাসনিক ভবন নির্মিত হচ্ছে।