সেলিম হায়দার : সম্মেলনের দীর্ঘ দুই বছর ১১ মাস ১৩দিন পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেলো তালা উপজেলা আওয়ামী লীগ। কমিটিতে ৭১ জনের নাম অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার, (২০ অক্টোবর) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলামের স্বাক্ষরিত এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ৮ ডিসেম্বর রবিবার, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি হিসেবে শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষ সনৎ কুমারের নাম ঘোষণা করা হয়। সদ্য অনুমোদিত ৭১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. খোরশেদ আলম, সরদার সুজাত আলী, মোড়ল আব্দুর রশীদ, শ্রী সন্তোষ বিশ্বাস, পি এম গোলাম মোস্তফা, সৈয়দ ইদ্রিস, এ্যাড. আব্দুস সামাদ, সৈয়দ জুনায়েদ আকবর, কাজী মুস্তাক গাউছুল হক মারুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, শেখ আব্দুল হালীম টুটুল, গোলদার রাজীব হোসেন, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, দপ্তর সম্পাদক মীর মহসিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদ মো. আব্দুল গফুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান খাঁ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দীন গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উত্তম কুমার হরি, মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি ভৈরবী বাছাড়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শ্রী অমল কান্তি ঘোষ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সেলিম হোসেন, শিক্ষা ও মানব সম্পাদক শ্রী অরবিন্দু মন্ডল, শ্রম জনশক্তি বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস বাপী, সাংস্কৃতিক সম্পাদক মোসলেম উদ্দীন মোড়ল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শ্রী গোপাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংবাদিক মোজাফফর রহমান, শাহ আলম টিটু, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মমিনুল বারী চান্টু, কোষাধ্যক্ষ শেখ আনারুল ইসলাম।
কমিটিতে সদস্য হয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এম.এম ফজলুল হক, মোঃ আতাউর রহমান, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বিশ্বজিৎ সাধু, লায়লা পারভীন সেঁজুতি, শেখ মনজুরুল ইসলাম, কাজী তবিবুর রহমান, অশোক লাহেড়ী, জেবুন্নেছা খানম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, সুভাস চন্দ্র সেন, রবিউল ইসলাম মুক্তি, গনেশ দেব নাথ, এম.এম আবুল কালাম আজাদ, শেখ আজিজুল ইসলাম, স.ম আক্তারুল, মোঃ শাহবুদ্দিন বিশ্বাস, মোঃ কামরুজ্জামান লিপু, মাষ্টার শহিদুল ইসলাম, সমীর দাস, মোঃ রফিকুল ইসলাম, বিশ্বাস আতিয়ার রহমান, মোঃ আব্দুল হান্নান, মোঃ সিরাজুল ইসলাম মোড়ল, সজল কুমার নন্দী, মোঃ মামুন সরদার, প্রসাদ মন্ডল, মোঃ হাফিজুর রহমান, প্রকাশ দালাল, মোঃ আবুল কাশেম, মুরশীদা পারভীন পাপড়ী, মোস্তারী সুলতানা পুতুল, শেখ শহিদুজ্জামান পাইলট প্রমূখ। তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এ পতিবেদককে কমিটি অনুমোদন বিষয়টি নিশ্চত করেছেন।