শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আদালত ও পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২১, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

সকাল ডেস্ক : সাতক্ষীরা আদালত ও পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে শহরের মুনজিতপুর এলাকায় বিল্ডিং কোড না মেনে জোরপূর্বক ভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হেলেন দিং এর বিরুদ্ধে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে কয়েকজন সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে এ ভবন নির্মাণ করতে থাকেন তিনি।

এসময় স্থানীয়রা বিল্ডিং কোড না মানায় ভবন নির্মাণ কাজে বাঁধা দিতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকী দেন হেলেন দিং। আর এঘটনায় জীবনের নিরাপত্তা ও ভবন নির্মাণ কাজ বন্ধ চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। শুক্রবার রাতে ইতালি প্রবাসী মিঠু আহমেদের পক্ষে এ অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন তার ভগ্নিপতি জি.এম আল ফারুক।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি সূত্রে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে অবস্থান করেন মুনজিতপুর এলাকার মিঠু আহমেদ। তিনি বাইরে থাকলেও তার পরিবারের বাকি সদস্যরা মুনজিতপুর এলাকার বাড়িতেই থাকেন। তবে মাস চারেক আগে তার প্রতিবেশি আনোয়ার হোসেন মুকুলের স্ত্রী হেলেন দিং পৌরসভার বিল্ডিং কোড না মেনে মিঠু আহমেদের বাড়ির গা ঘেষে ভবন নির্মাণের চেষ্টা করেন। ওইসময় বিল্ডিং কোড মেনে হেলেন দিংকে ভবন নির্মাণের অনুরোধ করলেও তিনি কারও কথার কোন তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ শুরু করেন। ওইসময় উপায়ন্তর না পেয়ে মিঠু আহমেদের পক্ষে তার ভগ্নিপতি জি,এম আল ফারুক সাতক্ষীরা আদালত ও সাতক্ষীরা পৌরসভায় হেলেন দিং এর বিরুদ্ধে বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ প্রসঙ্গে একটি অভিযোগ দায়ের করলে সাতক্ষীরা পৌরসভা বিল্ডিং কনস্ট্রাকশন এ্যাক্ট ১৯৫২ইমারত বিধিমালা ১৯৯৬ পরিপন্থীর অভিযোগে গত ২১শে জুন হেলেন দিং এর ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এবং বিল্ডিং কোড মেনে ও পৌরসভার অনুমতি নিয়ে ভবন নির্মাণের জন্য নির্দেশনা দেন। তবে এঘটনার কয়েক মাস না যেতেই সাতক্ষীরা আদালত ও পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে পুনরায় ওই ভবন নির্মাণ কাজ শুরু করেন হেলেন দিং। এব্যাপারে প্রবাসী মিঠু আহমেদের ভগ্নিপতি জি,এম আল ফারুক বলেন, মিঠু আহমেদ চাকরি সূত্রে দেশের বাইরে অবস্থান করায় হেলেন দিং তার ক্ষমতার প্রভাবে পৌরসভার বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করতে থাকেন। এব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিলে ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

তবে হঠাৎ করে শুক্রবার সকালে পুনরায় ওই ভবন নির্মাণ কাজ শুরু করেন হেলেন দিং। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে কাজ বন্ধ করে দেন। এতেকরে হিলেন দিং ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকী ধামকী দিয়েছে। আর এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ ও সাধারণ ডায়েরী করেছেন বলে জানান তিনি। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার এ,এস,আই আনিস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যেয়ে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে বিল্ডিং কোড মেনে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণের জন্য বলা হয়েছে। এরপরেও যদি তারা নিয়ম বহির্ভূত ভাবে ওই ভবন নির্মাণের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ফিংড়ীতে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আহত-২

নব-নির্বাচিত কদমতলা বাজার কমিটির দায়িত্বভার হস্তান্তর ও অফিস উদ্বোধন

বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন এক জেলে

কালিগঞ্জের ইঞ্জিনিয়ার আবুল কাশেমের স্ত্রী ডাঃ দিলরুবা খানম আর নেই

আশাশুনি প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সকলেই সমান: এমপি আশু

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আশাশুনির খাজরায় বাড়িঘরে হামলা, লুটপাট ও চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় ইমাম রুহুল আমিন নিহত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন এমপি রবি