পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গোপাল চন্দ্র মন্ডলের স্ত্রী প্রিতিলতা মন্ডল মটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে শহীদ আবু নাসের হাসপাতালে ৬ দিন পর মৃত্যু বরণ করেছে। তিনি পাইকগাছা পৌর সভার ৪ নং ওয়ার্ডের বাসিন্ধা। মৃতের স্বামী গোপাল চন্দ্র মন্ডল জানান, গত শনিবার বিকালে আমি সহ আমার স্ত্রী প্রিতিলতা(২২), আমার শিশু পুত্র সৃজন (৩)নিয়ে বড়দল ব্রিজ হয়ে কালীগঞ্জ যাওয়ার পথে গরুর সাথে দুর্ঘটনা ঘটে।
এ সময় আমার স্ত্রী পিছনদিক থেকে পড়ে যায় এবং শিশু পুত্র ছটকে পড়ে। শিশু পুত্রর সুস্থ রয়েছে। আমার স্ত্রী পড়ে মাথায় কাকড়া ক্লিপের আঘাতে গুরুতর আহত হয়। আহতকে প্রথমে আশাশুনি হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। বৃহস্পতিবার রাতে তার অবস্থা খারাপ হওয়ায় ওই রাতেই আবুনাসের হাসপাতালে নেয়া হয়। পরে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে রাত ১০ টা ২০ মিনিটে মারা যায়।