দেবহাটা প্রতিনিধি: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” ¯েøাগান সামনে রেখে দেবহাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ধেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক আল-আমিন হোসেন, শিক্ষক ফজলুল হক, আশরাফুজ্জামান, বৈদ্যনাথ কুমার, নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদ, সাদেক হোসেন, শহিদুল ইসলাম, নুর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় বক্তরা নিরাপদ সড়ক গড়ার লক্ষে পথচারী ও চালকদের সচেতনতার বিকল্প নেই বলে জানান। এছাড়া রাস্তার শৃঙ্খলা মেনে চলতে হবে। পাশাপাশি অবৈধ যানবহন, ওভার লোড, ফিটনেস বিহীন যানবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান।