এসএম নাসির উদ্দীন, দেবহাটা প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনীয় প্রতিশ্রæতি বাস্তবায়নের দাবিতে দেবহাটা প্রেসক্লাব চত্বরে গন অনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
শনিবার সকাল থেকে সন্ধ্যা ব্যাপী ৭ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায় দেবহাটায় এ কর্মসূচি পালিত হয়। গণঅনশনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক চন্দ্রকান্তি মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মধু সূদন দাশ, অর্থ সম্পাদক ইন্দ্রজিৎ কুমার ঘোষ, প্রচার সম্পাদক উত্তম কুমার ধাড়া, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার ঘোষ, গণসংযোগ বিষয়ক সম্পাদক সঞ্জয় গোস্বামী, সদস্য অলোক কুমার সরকার, রিন্টু চ্যাটার্জী, গোপাল চন্দ্র স্বর্ণকার, বলরাম স্বর্ণকার, নব-কুমার ঘোষ, অনিমেশ রং, কার্তিক কুমার দাস, রবীন্দ্র নাথ মন্ডল, জগদীশ সরকার, শিক্ষক গৌর চন্দ্র পাল, মৃনাল কান্তি হালদার, ফনিন্দ্র সরকার,পতিরাম সরকার প্রমুখ।
এসময় বক্তরা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদেও জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবি জানান। এছাড়া সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন এবং বাস্তবায়ন করার আবেদন জানান। অতিদ্রæত সবল দাবিদাবা মেনে নিয়ে বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।