রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সুদ-আসল উসুলের পরও বন্ধকী স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ দেবহাটার কালাম মেম্বারের বিরুদ্ধে

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৩, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : সুদসহ আসলের সমূদয় টাকা উসুলের পরও অসহায় এক সংখ্যালঘু পরিবারের বন্ধকী দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ফেরত না দিয়ে একের পর এক তালবাহানা ও উল্টো হুমকি ধামকি দেয়ার অভিযোগ মিলেছে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের বিরুদ্ধে। তিনি চন্ডীপুর গ্রামের সামত আলীর ছেলে।

রবিবার দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বন্ধকী স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ করেন বসন্তপুর গ্রামের মৃত ধীরেন সরকারের ছেলে ভুক্তভোগী নির্মল সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিনমজুর নির্মল সরকার বলেন, দীর্ঘদিন ধরে চোরাচালানের পাশাপাশি এলাকায় সুদের কারবার চালিয়ে আসছে সখিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবুল কালাম।

পারিবারিক প্রয়োজনে ২০১৭ সালে তিনি বসত ভিটার দলিল এবং স্ত্রীর দেড় ভরি ওজনের গলার একটি স্বর্ণের হার বন্ধক রেখে বার্ষিক ২০ হাজার টাকা সুদ চুক্তিতে ১ লক্ষ টাকা ঋন নেন। এরপর থেকে প্রতিবছর চুক্তি মোতাবেক মেম্বার আবুল কালামকে সুদের ২০ হাজার টাকা করে দিয়ে এসেছেন তিনি। সর্বশেষ গেল কুরবানীর ঈদের দু’দিন আগে বিগত বছরের সুদ বাবদ ২০ হাজার টাকা এবং আসল ঋনের ১ লাখ টাকা মিলিয়ে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা মেম্বার আবুল কালামকে পরিশোধ করে দেন নির্মল সরকার।

সমূদয় অর্থ পরিশোধের সময় মূসা নামের আবুল কালামের একজন প্রতিবেশীও স্বাক্ষী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। টাকা পরিশোধের পরপরই আবুল কালামের কাছে বন্ধক রাখা জমির দলিল এবং স্ত্রীর স্বর্ণালঙ্কার ফেরত চান নির্মল। এসময় জমির দলিল ও স্বর্ণালঙ্কার পরে দিয়ে দিবেন বলে নির্মলকে জানান কালাম মেম্বার। এরপর থেকে নির্মলের সাথে একের পর এক তালবাহানা করে আসছিলেন আবুল কালাম।

এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডতা হলে একপর্যায়ে কালাম মেম্বার জমির দলিলটি নির্মলকে ফিরিয়ে দেন এবং স্বর্ণালঙ্কার ফেরত দেয়ার জন্য কয়েকদিন সময় নেন। নির্ধারিত সময় শেষ হলে গত কয়েকদিন আগে ফের কালাম মেম্বারের কাছে স্বর্ণালঙ্কারটি চাইতে যান ভুক্তভোগী নির্মল। এসময় সংখ্যালঘু নির্মলকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করতে উদ্যোত হয় কালাম মেম্বার।

একপর্যায়ে বন্ধকী স্বর্ণালঙ্কারটি আর ফেরত দিবেননা বলেও নির্মলকে সাফ জানিয়ে দেয় কালাম। গত কয়েকদিনে অভিযুক্ত কালাম মেম্বারের আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও স্বর্ণালঙ্কারটি ফেরত না পেয়ে অবশেষে সুবিচারের আশায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নির্মল সরকার।

একদিকে সুদ-আসলের সমূদয় অর্থ পরিশোধ করেও বন্ধকী স্বর্ণালঙ্কার ফেরত পাচ্ছেননা তিনি, এবং অপরদিকে স্ত্রীর স্বর্ণালঙ্কার কালাম মেম্বার আটকে রাখায় সংসারেও রীতিমতো আগুন লেগেছে ওই ভুক্তভোগীর। এব্যাপারে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

এদিকে সংখ্যালঘু নির্মলের স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আবুল কালাম। তিনি বলেন, নির্মল সরকার কেবলমাত্র জমির দলিল ও ননজুডিশিয়াল স্ট্যাম্পে সঁই করে আমার কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছিলেন। যা আমি টাকা ফেরত পাওয়ার পর তাকে আবার ফিরিয়ে দিয়েছি। এছাড়া নির্মল আমার কাছে কোন স্বর্ণালঙ্কার বন্ধক রাখেনি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বিজিবি’র অভিযানে সীমান্তের কুশখালী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

আসাদুজ্জামান বাবু কে বিজয়ী করার লক্ষে তালতলায় গ্রামবাসিদের মতবিনিময় সভা

বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

ইসলামী ব্যাংক হাসপাতালের শুভাকাঙ্খী ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

দেবহাটায় দিনে-দুপুরে তালা ভেঙে শিক্ষকের বাড়ি দুর্ধর্ষ চুরি

আন্তজার্তিক আদিবাসী দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা

মহিলাদের সক্ষমতা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বড়দলে ইউনিয়ন ভিত্তিক মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা

ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমানকে কলারোয়া নিউজের সম্মাননা