মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) : ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সমবায় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ।
এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, রাড়ুলী কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সম্পাদক শেখ ফজলুর রহমান, কাঁকড়া সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ, মৎস্য আড়ৎ এর সভাপতি মোঃ জাকির হোসেন, ভোল্টন মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, মিল্টন মন্ডল, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, মোঃ সেলিম, মোহাম্মদ আলী, দিনেশ চন্দ্র, কামরুল গাইন, বিজন, দেবাশীষ মন্ডল, বৈদ্য নাথ মন্ডল, মোজাফফর হোসেন, বিদ্যুত কুমার, মফিজুর ইসলাম, আঃ গফ্ফর মোড়ল, সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ, মোঃ তোরাব আলী, ফ্যাসেলিটার মোঃ মিনারুল ইসলাম, আরিফুর রহমান সহ সমবায়ীবৃন্দ। এটি আয়োজন করেন উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দ।