পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ঘূর্ণিঝড় “সিত্রাং” এ দু’এটি বিচ্ছন্ন ঘটনা ছাড়া তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড়ের রাতে পাইকগাছা পৌরসভার সরল ৪নং ওয়ার্ডের দিব্বু গাইন (৬৫) বিধবা নারী মাটির দেয়ালের একমাত্র বসত ঘরের টালির চাল ও দেয়াল একাংশ ভেঙ্গে গেছে। দেয়ালে ফাটল যেকোন সময়ে পুরো ঘরের বাকি অংশ ভেঙ্গে যাবে এমন শংকায় থাকতে দেখা গেছে বিধবা এ নারীর।
হরিঢালী ইউনিয়ন নোয়াকাটি গ্রামে একজনের রান্না ঘর ও গোয়াল ঘর ভেংগে গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি বা কঠোর নজরদারি ও তৎপর লক্ষ্য করা যায়।
এব্যাপারে পাইকগাছায় ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহসভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল ইবনে মাসুদ আহমেদ, সদস্য সচিব ও পিআইও ইমরুল কায়েস, সিপিপি সহকরী পরিচালক মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, স্বাস্থ্য প.প. কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, উপজেলা সিপিপি এর টিম লিডার আব্দুল্লাহ আল মামুনের, সুজয় মিস্ত্রী, সুমন, মারুফ, সবুর সহ ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এর টিম লিডার ও বিভিন্ন ওয়ার্ড থেকে থেকে আগত টিম লিডার বৃন্দ।
“সিত্রাং” মোকাবেলায় আনসার ও ভিডিপি ২৯৭জন সদস্য সেচ্ছোশ্রমে কাজ করছেন বলে জানান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন। উপজেলায় ১০৮টি সাইক্লোন শেল্টার, স্কুল, কলেজ ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এসকল আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় উপজেলা পরিষদ ও প্রশাসন, আনসার, ভিডিপি ২৯৭ জন পিপিপি ২হাজার ও রেডক্রিসেন্ট ৫০জন সদস্য স্ব স্ব এলাকায় সেচ্ছোশ্রমে সচেতনতা, উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
রাতে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর নেতৃত্বে ইউএনও, এসিল্যান্ড , পিআইও সহ অন্যান্য সদস্যবৃন্দ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে ফসিয়ার রহমান মহিলা কলেজ আশ্রয়রতদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী, মোমবাতি, দিশলাইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছিলেন। উপজেলা য় ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গুলো দেলুটি, লতা, সোনাদানা, লস্কর ও গড়ইখালী । ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কন্ট্রোলরুম ছিল সদাপ্রস্তূত।