এস.এম মজনু, পাটকেলঘাটা : খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা বাজার নামক স্থানে পৃথক বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক গুরুত্বর আহত হয়েছে। আহত চালককে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ভোমরা স্থল বন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক যার নং: (ঢাকা মেট্রো-ট-২২-৪৬৫৮) এবং ঢাকার উদ্দেশ্যে ভোমরা স্থল বন্দর থেকে মালবাহী ট্রাক যার নং: (ঢাকা মেট্রো-ট-২২-২৮০৪) কুমিরা নামক স্থানে পৌছাইলে সোমবার ভোরের দিকে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারের কোন ক্ষয়ক্ষতি না হলেও ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়।
অপরদিকে, একই স্থানে ঐ দিন বেলা ১ টার দিকে ইমাদ পরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। যার নং: ঢাকা মেট্রো-ব-১৫-৮৮০০। বিপরিত গামী একটি মালবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৩-৬১৫৪। একই স্থানে মুখোমুখি সংঘর্ষে ইমাদ পরিবহনের চালক গুরুত্বর আহত হয়। হাইওয়ে পুলিশ খবর পেয়ে গাড়ি ৪টি জব্দ করে।