দেবহাটা প্রতিনিধি দেবহাটায় অভিযান চালিয়ে এক ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দেবহাটা থানা পুলিশ পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে উক্ত ২ আসামীকে গ্রেফতার করে। গত ২৫ অক্টোবর এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ পারুলিয়া বাজার এলাকা হতে সোহরাব হোসেন মোল্যার ছেলে আব্দুস সালাম (৩০) কে গ্রেফতার করে।
এছাড়া ২৬ অক্টোবর এএসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাঝ-পারুলিয়া এলাকা হতে সিআর মামলায় কওছার আলীর ছেলে মনিরুল ইসলামকে গ্রেফতার করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, থানা পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার হয়েছে। তাদেরকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।