অহিদুজ্জামান, দেবহাটা : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় সিভিল সার্জন অফিসে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সহ-সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম-সম্পাদক অনির্বাণ সরকার, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, দপ্তর সম্পাদক মোস্তফা জামিলুর বাশার, সদর উপজেলা শাখার সভাপতি আলমঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি (সাংবাদিক) অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কার্য নির্বাহী সদস্য প্রভাষক প্রশান্ত কুমার, আনোয়ার পারভেজ, পৌর শাখার সাধারণ সম্পাদক আল আমিন, আলিপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।
এ সময় সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান বলেন, গ্রাম ডাক্তাররা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য গ্রাম ডাক্তাররা সবার আগে এগিয়ে আসেন। তিনি অপচিকিৎসা রোধ করতে এবং অনৈতিক সুবিধা গ্রহণ করা থেকে বিরত থাকতে সকল গ্রাম ডাক্তারদের আহবান জানান।