বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকাল দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ রোকনুজ-জামান বাপ্পী। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।