তাসকিন আহমেদ, কুলিয়া : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলার আলিপুর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে আলিপুর, ভোমরা ও কুলিয়া ইউনিয়নের গ্রাম ডাক্তারদের নিয়ে প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে বৃহস্পতিবার সাকাল ১০টায় মাহমুদপুর বাজারে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষন কর্মশালায় আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় ঔষধের উপর প্রশিক্ষন প্রদান করেন অপসোনিন ফার্মার সাতক্ষীরা জেলার রিজিওনাল ম্যানেজার (আর এম) শাহাদাত হোসাইন। এসময় তিনি বলেন, গ্রাম ডাক্তাররা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। গ্রাম অঞ্চলে গভীর রাতে ও সময়-অসময়ে কেহ অসুস্থ হয়ে পড়লে সবার আগে গ্রাম ডাক্তাররা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।
সেহেতু গ্রাম ডাক্তারদের এধরনের প্রশিক্ষন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ন। ডোজ ও মাত্রার উপরে প্রশিক্ষন প্রদান করেন এরিয়া ম্যানেজার এফ এম এম আল তৌহা। সমিতির সাংগঠনিক বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি গ্রাম ডাঃ আক্তার হোসেন, ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ নাছিরউদ্দীন ও কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, সহ-সভাপতি হাফিজুর রহমান হ্যাপি ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম-সম্পাদক বিকাশ সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক গোপাল বিশ^াস, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ গ্রাম ডাক্তারবৃন্দ।