অহিদুজ্জামান, দেবহাটা : দেবহাটা উপজেলায় কৃষি ঋণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আল আমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা কৃষি ব্যাংক ম্যানেজার বিষ্ণুপদ মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, থানার এস.আই সফিকুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এসএম ইব্রাহিম হোসেন সহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও প্রতিনিধিগণ। এসময় উপজেলায় সরকারি বেসরকারি সংস্থা কর্তৃক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনার বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
সরকারি বিধি বিধান মেনে চলে লোন/ভেলিড প্লান ছাড়া লোন না দিতে এবং সরকারি জায়গায় কোন লোন দেয়া যাবেনা বলে সকলে একমত পোষন করেন। একই সাথে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরন ও মোবাইলকোর্ট অভিযানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা গ্রহন করা হয়।