শিক্ষক দিবসে নিজের পড়া বিদ্যালয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলীকে আমৃত্যু বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। সেই সাথে আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীর সুস্বাস্থ্য মনিটরিংয়ের জন্য একটা পালস্অক্সিমিটার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, শিক্ষক আব্দুর রউফ, মতিউর রহমান, মোস্তফা খায়রুল আরবার প্রমুখ। ডা. সুব্রত ঘোষ বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। সবাই সবার জায়গা থেকে এভাবে এগিয়ে এলেই আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠতো।
আসুন সকলে মিলে যে যার জায়গা থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শিক্ষক দিবসে তিনি সকল শিক্ষকগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি