সকাল রিপোর্ট : আগামী ৫ নভেম্বর বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন সফল করার লক্ষে সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় কাটিয়াস্থ অস্থায়ীকার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, হেদায়েতুল ইসলাম, আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের নেতা আলতাফ হোসেন বাবু, খন্দকার আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা কৃষকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, আগরদাড়ী কৃষকলীগের সভাপতি আনছার আলী, সেক্রেটারী আব্দুল বারি, বাঁশদহা কৃষকলীগের সভাপতি ইকবাল হাসান, আনারুল ইসলাম, লাবসা ইউনিয়নের সভাপতি রবীন কুমার মল্লিক ও রাসেল প্রমুখ। সভায় সম্মেলন সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।