জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, করোনা ভাইরাস পরিস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ তৈয়ব আলী। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারি তথ্য অফিসার, মোঃ রমজান আলী, শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, মহিলা ইউপি সদস্য সামছুন্নাহার প্রমুখ। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি