সকাল রিপোর্ট : তালতলা নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের কোরআন শরীফ রাখার জন্য আলমারী উপহার দিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার সদরের তালতলা গ্রামে স্বপরিবারে তালতলা নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার’র সহধর্মিনী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আলমারী হস্তান্তর করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত ১৮ জন শিশু শিক্ষার্থীর খোঁজ খবর নেন। এবং মাদ্রাসার এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় যে কোন সহযোগিতার জন্য তাদের পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, সহ-সভাপতি সাবেক সেনা সদস্য নুরুজ্জামান, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, যুগ্ম-সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক ওবাইদুল ইসলাম প্রমুখ। এর আগে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান তালতলা নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছালে তাকে ও তার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা ও এতিমখানার নেতৃবৃন্দ।