সকাল রিপোর্ট : সাতক্ষীরায় রাতের আঁধারে বিল্ডিং বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ অক্টোবর রাত ১০টার পরে সদর উপজেলার বড়খামার গ্রামে আব্দুল গফ্ফার কারিকরের বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ক্ষতিগ্রস্ত আব্দুল গফ্ফার সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়খামার গ্রামের ইমান আলী কারিকরের ছেলে আব্দুল গফ্ফার গত ২৬ অক্টোবর বুধবার রাত ১০টার সময় পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আব্দুল গফ্ফার।
রাতের যে কোন সময় চোর চক্র বিল্ডিং এর নিচের কলপসিকল গেটের তালা ভেঙে দ্বিতীয় তলায় উঠে আব্দুল গফ্ফারের ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের তালা ভেঙে ১৫ লক্ষ ৫০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আব্দুল গফ্ফারের স্ত্রী ফজরের নামাজ পড়তে ঘর থেকে বারান্দায় এসে দেখতে পান তাদের কলপসিকল গেটে তালা নাই। এসময় গফ্ফারের স্ত্রী তাদের বাড়ির অন্য সদস্যদের ডেকে তোলেন। চুরির বিষয়টি বুঝতে পারেন। এব্যাপারে আব্দুল গফ্ফার সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।