শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় শেখ রাসেল উৎসবে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত ও স্বরচিত কবিতাপাঠ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৮, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

আলতাফ হোসেন বাবু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ত্রিশমাইল সংলগ্ন অগ্রগতি রিসোর্ট মিলনায়নে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা, আবৃত্তি ও স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান (মন্ময় মনির)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নব কুমার ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। উদ্বোধক হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু।

শেখ রাসেল উৎসবে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, কবি ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি কবি গুলশান আরা।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল উৎসবে স্বরচিত কবিতাপাঠ করেন কবি গাজী শাহজাহান সিরাজ, কবি ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, কবি শেখ ফারুক হোসেন, কবি সালেক রেজা, কবি আশিক মেহেদী, কবি পার্থ প্রতিম দাস, কবি তামান্না জাবরিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক কবি গওহর হোসেন, কবি রেজা স্বপন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক কারনে অনেক রাষ্ট্রনায়ক ঘাতকের হাতে নিহত হয়েছেন। কিন্তু ঘাতকরা ১০ বছর বয়সী শিশু শেখ রাসেলের মতো কোন শিশুকে এমন নৃশংসভাবে হত্যাকান্ড ঘটায়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকরা শিশু শেখ রাসেলের সামনে এক এক করে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বুলেটের আঘাতে হত্যা করে।

এ যেনো হত্যার আগেই হত্যা। এসময় শিশু রাসেল ঘাতকদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে বার বার বলতে থাকে আমি মা এর কাছে যাবো। কিন্তু ঘাতকরা তাকেও বুলেটের আঘাতে নৃশংস ভাবে হত্যা করে। এই হত্যাকান্ডের মধ্য দিয়ে তারা দ্বিতীয় বঙ্গবন্ধুকেও হত্যা করেছে। বক্তারা আরো বলেন, কবি তার কবিতার মধ্য দিয়ে, লেখক তার লেখনির মাধ্যমে শেখ রাসেলকে হাজার বছর বাঁচিয়ে রাখবেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

অসহায়, দু:স্থদের মাঝে যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর শীতবস্ত্র বিতরণ

ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত শিশুদের কথা শোনা বিষয়ক সভা

দেবহাটা উপজেলা ৫টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

কাঁকড়া সমবায় সমিতি’র জাতীয় পুরস্কার স্বর্ণপদক অর্জন করায় আনন্দ সমাবেশ

সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা, স্বস্তিতে সাধারণ মানুষ

খাজরায় প্রাইমারী স্কুল থেকে মটর ও টিউবওয়েল চুরি

রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির সীমানা প্লিয়ার ও তারের বেঁড়া মেরামত করল এলাকাবাসী

৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদ সাতক্ষীরা শাখার প্রস্তুতি সভা

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা