বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরা কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গড়ের হাটখোলা সংলগ্ন হাজী বাড়ি জামে মসজিদের সম্মুখ হতে অভিনব কায়দায় একটি মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার প্রবাজপুর গ্রামের মৃত লিয়াকত হোসেনের পুত্র শেখ ইয়াসিন হোসেন (৪৫) এশার নামাজ আদায়ের জন্য গড়ে হাটখোলা সংলগ্ন হাজীবাড়ি জামে মসজিদের সামনে তার ব্যবহৃত গাড়িটি রেখে মসজিদে যান।
একটি চোর চক্র আনুমানিক সন্ধ্যা ৭: ২০ মিনিটে যখন মুসল্লিরা নামাজ আদায় করছে সেই সুযোগে গাড়ির লক ভেঙে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটির বিবরণ-লাল রঙের হিরো হোন্ডা, গাড়ির নম্বর সাতক্ষীরা হ-১৩-৯৬৬৭। এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।