মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) : “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র” প্রতিপাদ্যে পাইকগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পাইকগাছা থানার মূল ফটকের সামনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত¡রে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, নির্বাহী অফিসার মমতাজ বেগম, ফোরামের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। স্বাগত বক্তৃতা করেন অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ও ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
সহঃ অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পুলিশিং ফোরাম এর সভাপতি-সম্পাদক সমাজ থেকে মাদক-জুয়া, বাল্য-বিবাহ, চুরি-ডাকাতি, জঙ্গীবাদ দমন সহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি, অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য শেখ আনিসুর রহমান মুক্তি, প্রেসক্লাবের সভাপতি এফএফএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী ও জিএম আব্দুস সালাম কেরু, নির্মল চন্দ্র অধিকারী, নির্মল কান্তি মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, ইউনিয়ন সচিব বিভূতি ভূষণ সানা, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, নাজমা কামাল, পরেশ মন্ডল, প্রভাষক মশিউর রহমান, এম এম আজিজুল হাকিম, কেবিন বাবু, দিপংকর মন্ডল, রনি সহ বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশিং ফোরমের সদস্য ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।