দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালমা বিবি (৪৫) নামের এক গৃহবধূর নাক ফাঁটিয়ে দিয়েছেন তারই ছোট দেবর আব্দুল কাদের। শনিবার দুপুর দেড়টার দিকে মাঝ পারুলিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল আলীমের স্ত্রী সালমা বিবির সাথে গোলযোগ বাধে তার দেবর আব্দুল কাদেরের। শনিবার দুপুরে ফের তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে সালমা বিবির ওপর হামলা চালায় দেবর আব্দুল কাদের, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে আব্দুর রহিম ও মেয়ে কুলসুম। এসময় তারা সালমা বিবিকে বেধড়ক মারপিট করে জখম করে।
এতে সালমার নাক ফেঁটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।