বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ হোন্ডা কোম্পানির “রাজ মোটরস” শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় শো- রুম রাজ মটরস উদ্বোধন উপলক্ষ্যে ফিতা ও কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন হোন্ডা কোম্পানীর জোনাল ম্যানেজার বসির আহমেদের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন হোন্ডা কোম্পানীর বিভাগীয় প্রধান ইমরান হাসান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, দেবহাটা উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অজয় কুমার ঘোষ। উপস্থিতি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ কুমার ঘোষ, অসিত কুমার ঘোষ, সাংবাদিক আলমগীর হোসেন, শেখ নুর আহমেদ ঈমন, শাহাদৎ হোসেন, গৌরপদ দাশ বাচন, দিবাশীষ কুমার রাকেশসহ বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, সুধী ও ক্রেতা সাধারণ।