তাপস সরকার, তালা : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০ বছর পূর্তি উপলক্ষে তালা উপজেলার শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালা ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর উপ-শহরে শোভাযাত্রা বের করে দলটি।
তালা উপজেলা জাসদ এর সভাপতি বিশ্বাস আবুল কাশেম সভাপতিত্বে জাসদ নেতা পলাশ ব্যানার্জি সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, জেলা জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি প্রভাষক ইয়াকুব আলী প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, জঙ্গিবাদি-তালেবানি রাজনীতি ও সংস্কৃতি রুখো, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘটিত করো, দুর্নীতি-লুটপাট-দলবাজি-গুন্ডাতন্ত্র রুখো, সুশাসন কায়েম করো, এবং শোষণ-বঞ্চনা-বৈষম্যের অবসান করো, সমাজতন্ত্রের পথ ধরো।