আতাউর রহমান, তালা : সাতক্ষীরা তালায় বাল্যবিবাহ প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তালা উপজেলার হাজরাকাটী গ্রামে পল্লী সমাজের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
পল্লী সমাজের সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজেসেবক জাহাঙ্গীর আলম পল্টু এবং ব্র্যাকের অ্যাসিস্ট্যান্ট অফিসার সেলপ মোরশেদা আক্তার।
উক্ত মিলন মেলায় কমিটির সদস্য ২০ জন পুরুষ, ২০ জন নারী, ১০ জন কিশোর, ১০ জন কিশোর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। মিলন মেলা শেষে বিভিন্ন ক্রীড়া, কুইজ, বাস্কেট বল এবং রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।