তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালার তেঁতুলিয়া ইউনিয়নের কাজী মেধা, ২০১৫ সালে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। তেঁতুলিয়ার কাজী আলমের মেয়ে কাজী মেধা। সে জাতপুর এজেডিপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু বরাবরের ন্যায় তার স্বাভাবিক জীবনের সবচেয়ে বড় বাঁধা তার হার্টের একটি ছিদ্র।
যা তাকে হঠাৎ করে তীব্র অসুস্থ করে তোলে। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাঃ আহছানুর কবীরের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। তিনি তাকে দ্রæত অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন। মেধার পিতা কাজী আলম পেশায় একজন চায়ের দোকানদার।
তিনি জানান, আমি যা আয় করি তা দিয়ে ৪ সন্তানের ভরণপোষণেই হিমশিম খায়। সেখানে গত কয়েক বছরে মেয়ের পেছনে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমি একদমই অসহায় । ডাক্তার দ্রæত অপারেশন করতে বলছেন। অপারেশনের জন্য আরও চার লাখ টাকা দরকার। আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে বাঁচান। মেধার পাশে দাঁড়াতে সরাসরি তার পিতার সাথে যোগাযোগ করুন : ০১৭১৪-৬৩২৩৩১।