এসএম নাসির উদ্দীণ, দেবহাটা প্রতিনিধি : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই ¯েøাগান কে সামনে রেখে দেবহাটা জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরন করা হয়।
উপজেলা বিআরডিপি’র হলরুমে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সহকারী পল্লী দারিদ্র কর্মকর্তা সোহরাব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুবক-যুবতীরা। আলোচনা সভা শেষে ২০ জন যুবকের মাঝে ৪ লাখ টাকার যুব ঋণের চেক ও ৩০ জন যুবক-যুবতীদের মাঝে সনদপত্র ও ভাতা বাবদ ৬শ টাকা হারে ১৮ হাজার টাকা প্রদান করা হয়।