সকাল ডেস্ক : সাতক্ষীরায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজা রশিদ সহ জেলা রেজিস্ট্রার, উপপরিচালক, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, সাধারণ সম্পাদক, বিসিক ও অন্যান্য দপ্তরের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বর্তমান পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক অবস্থায় করণীয় সম্পর্কে ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি ও বিদেশ হতে আমদানিকৃত পণ্যের ব্যবহার হ্রাসের গুরুত্বারোপ করেন। নারী উদ্যোক্তাদের সহজ ব্যাংক ঋণ প্রাপ্তির জন্য আবেদন জানান নারী উদ্যোক্তাগণ। সাধারণ সম্পাদক, বিসিক উল্লেখ করেন দেশিয় শিল্পে বিনিয়োগ যথেষ্ট নয় এবং বিভিন্ন লাইসেন্স প্রাপ্তিতে হয়রানির ব্যাপারে অভিযোগ জানান তিনি। একই সাথে সহজ শর্তে লোন প্রদান ও প্রণোদনার ব্যাপারে দাবি জানান তিনি। ক্ষুদ্র উদ্যোক্তাদের যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচির আওতায় ঋণ একটি সহজ উৎস হতে পারে বলে জানান জেলা প্রশাসক।