আতাউর রহমান, তালা : তালা উপজেলার ইসলামকটি ইউনিয়নের ১৩৫ নং উত্তর ঘোনা সরকারি প্রথমিক বিদ্যালয় দির্ঘদিন যাবত পরিত্যক্ত ঘোষণা করা হলেও কোনো বিকল্প ব্যবস্তা না থাকায় এই জরাজির্ণ ভবণে পাঠ দান করে যাচ্ছে শিক্ষকরা।
শিক্ষক রাশিদুল বলেন, শ্রেণি কক্ষে পাঠদান করা যাচ্ছে না কারণ বিভিন্ন জায়গা থেকে ছাদের বালু ঝরে পড়ছে ছাদেও বহু জায়গাই ফাটল দেখা দিয়েছে যে কারণে শ্রেণি কক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। প্রধান শিক্ষক দে কার্তিক ও অভিভবকরা জানায় এ স্কুলটি ৩০/১২/১৯৯৪ সলে নির্মান করা হলেও আজ পর্যন্ত কোন সংস্কার করা হয়নি। অভিভাবক রফিকুল সহ অনেকে বলেন আমাদের সন্তানরা স্কুলে গেলে আমরা খুবই দুর্চিন্তায় থাকি।
এখানে ঘোনা, উত্তর ঘোনা এবং দেওয়ানিপাড়া সহ আশপাস থেকে শতাধিক ছাত্র-ছাত্রী এ স্কুলে পড়াশোনা করে। তাই এলাকা বাসির দাবি এই স্কুলটি যত দ্রæত সম্ভব নতুন একটি ভবন নির্মান করা হোক যাতে আমাদের সন্তানরা নিরাপদে শ্রেণিকক্ষে ক্লাস করতে পারে তাই এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্শন করছি। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ইতিমধ্যে তালিকা করছি।