শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : “স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা ব্লাড ব্যাংক এসোসিয়েশানের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে পৌঁছে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ব্লাড ব্যাংক এসোসিয়েশানের আহবায়ক মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
প্রধান অতিথির বক্তব্যে লালটু বলেন, রক্ত দান করা মানুষের জন্য একটি মহৎ কাজ। এই কাজের সাথে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও ঘোষণা করেন উপজেলায় ব্লাড ব্যাংক এসোসিয়েশানের বসার জন্য একটি অফিসের ব্যবস্থা করবেন। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্লাড ব্যাংক যেন করা যায় সে ব্যাপারে উপরিমহলে কথা বলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
কলারোয়ার কোন মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুবরন না করেন সে বিষয়ে স্বেচ্ছাসেবকদের খেয়াল রাখার বিশেষ অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এড,কামাল রেজা, কলারোয়া উপজেলা নাগরিক কমিটিরি সদস্য সচিব সাংবাদিক এস,এম জাকির হোসেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, কলারোয়া প্রেস ক্লাবের সদস্য সরদার জিল্লুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাও: মতিউর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, উপজেলার সকল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের মডারেটর, রক্তদান করা সকল সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবার সদস্য সচিব মিজানুর রহমান।