এ এফ এম মাসুদ হাসান, শ্যামনগর : পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ আদম আলী নামে এক শিকারীকে আটক করেছেন।
বুধবার (০২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে সদস্যরা গোলখালী গ্রামে আমিরুল ঢালীর বাড়ীতে অভিযান চালিয়ে মাংস সহ ওই শিকারীকে আটক করেন। এসময় অপর দিন শিকারী আমিরুল ঢালী ও তার দুই ছেলে মিনহাজ ঢালী এবং মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।
আটক শিকারী গোলখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে। অভিযানে ১৫ কেজি হরিণের মাংসসহ মাথা ও চামড়া জব্দ করে বন বিভাগের সদস্যরা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শিকারীকে বন সংরক্ষণ আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। পলাতক তিন শিকারীকে আটকের চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।