পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাধান-১৭ স¤প্রসারণের লক্ষ্যে পাইকগাছার রাড়ুলীতে মাঠ দিবসে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা উপকেন্দ্র মোঃ মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস রায়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাড়ুলী ইউনিয়নের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাস, আওয়ামী লীগ নেতা মোঃ আরশাদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা আনিসুর রহমান গাজী, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইলিয়াস মোড়ল সহ উপকার ভোগী কৃষকেরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বর্তমান রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক ভোজ্য তেলের সংকট নিরসনের লক্ষ্যে সরিষা ও সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুর্দ্ধকরণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্বের অর্থায়নে বাস্তবায়ন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা। সহযোগিতা করেন পাইকগাছা উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর।