সাতক্ষীরায় এসিড আক্রান্তদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের মাঝে আর্থিক অনুদানের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলায় এসিড আক্রান্ত নারী-পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন বেসরকারি সংগঠন স্বদেশ দাতা সংস্থা একশনএইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় নেটওয়ার্কের সদস্যদের মাছ চাষ, ছাগল পালন, সবজি চাষ, হাস-মুরগি ও কবুতর পালন, ব্যবসায় উদ্যোক্তা উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষা সহযোগিতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) আর্থিক সহযোগিতায় এর আগে প্রথম কিস্তিতে আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই অর্থে ৮০ জন এসিড আক্রান্ত ব্যক্তি বিভিন্ন আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০২২ বুধবার চল্লিশজন সদস্যকে দ্বিতীয় কিস্তির আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
প্রোগ্রাম অফিসার উন্নয়নকর্মী ও সাংবাদিক ফারুক রহমানের সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলার কমিটির সাধারণ সম্পাদক ও নারী অধিকারকর্মী জ্যো¯œা দত্ত। বক্তব্য রাখেন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কেও সাধারণ সম্পাদক সফুরা খাতুন, কোষাধ্যক্ষ সাদেকুর রহমান, সদস্য অহেদ আলী, বিলকিস নাহার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বদেশর একাউন্টস বিভাগের প্রধান মাহফুজুর রহমান বিপুল, প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম, সংগঠক গোবিন্দ মুন্ডা প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি