স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ খলিশাখালির অন্যতম ভূমিদস্যু ইউনুস আলী মোড়লকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে দেবহাটা উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ। এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নঙ-০৪। গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার, মৎস্যঘের লুট সহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী, ইউনুস ওই বাহিনীরই সক্রিয় সদস্য বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সহিংস কর্মকান্ড ঘটিয়ে খলিশাখালিকে ফের অস্থিতিশীল করে তোলার ছক কষে আসছিল ভূমিদস্যুরা। ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ভূমিদস্যু বাহিনীর অন্যতম সদস্য ইউনুসকে গ্রেফতার করে।
অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার হলেও, পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় তার অপকর্মের সহযোগী আকরাম ডাকাত, গফুর মাস্তান, বাবলু ডাকাত, ইসমাইল মেম্বর, আবুল হোসেন, মুদি সাইফুল, আসাদুল, মুজাহিদ, মারুফ, শরিফুল সহ অন্যান্য ভূমিদস্যুরা।
উল্লেখ্য, গেল বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার খলিশাখালিতে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষনের মধ্যদিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্তত তিনশ জন মালিকের রেকর্ডীয় ১ হাজার ৩শ বিঘা জমি জবরদখলে নিয়েছিল ভূমিদস্যুরা। এরপর থেকে অবৈধ অস্ত্রের মূখে সাধারণ মানুষদের জিম্মি করে জবরদখলকৃত ওই জনপদে সীমাহীন অপকর্ম চালিয়ে প্রতিনিয়ত আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল তারা।