দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরন সহ বিভিন্ন কর্র্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়।
এতে উপজেলা সহকারী কমিশন (ভূমি) আজহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা সমবায় দপ্তরের পরিদর্শক ও দেবহাটা উপজেলা সমবায় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্র্মকর্তা মুর্শিদ আলম।
বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সমবায় সমিতির প্রতিনিধি অনুপ কুমার, অসিত কুমার, রবি মন্ডল, মহানন্দ সরকার প্রমুখ।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রিন্টিং ও পাবলিকেশন বিভাগের ছাত্র ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মুনতাবির তারিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তোজা মোঃ আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সমবায় কার্যালয়ের পরিদর্শক সেলিনা পারভীন ও মালতী রানী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে ১০টি সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যার মধ্যে সম্মাননা গ্রহন করেন সততা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষে অনুপ কুমার পাল, দেবীশহর এগ্রিকালচার এন্ড সোসাইটি লিমিটেডের পক্ষে উত্তম কুমার ধাড়া, চাঁতপুর বহুমুখী সমবায় সমিতির পক্ষে মনিরুল ইসলাম, পল্লী কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষে গোলাম ওয়ারেশ, পারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষে রবিন মন্ডল, গাজীরহাট উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সুব্রত রায়, বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সালাউদ্দীন আহম্মেদ, নাংলা অর্দশ বহুমখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে জাহান আলী, দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে প্রশান্ত কুমার এবং জনপ্রিয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি পুরস্কার গ্রহন করেন। এর আগে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুল কার্যক্রমে সমাবেত হয়।