তাসকিন আহম্মেদ (শাওন), কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়ায় ইউনিয়ন উন্নয়ন সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭নভেম্বর) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হেল্থ, কৃষি, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ইটের ভাটার প্রভাবে রাস্তা ক্ষতি সাধন ও পরিবেশের মারাত্মক বিরুপ প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন মূলক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে ইউনিয়ন উন্নয়ন সভার কার্যক্রম অবলোকন করার জন্য উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হেল্থ, কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিনিধি, ম্যারেজ রেজিষ্ট্রার প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি ইউনিয়নের সকল ইউপি সদস্য/সদস্যাদের নিয়ে উক্ত উন্নয়ন সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, দক্ষিন আমেরিকার সিগা প্রতিনিধি মিঃ ডেভিড মিলিন্ডিলে সেইজী ও মিঃ মুলুঙ্গিসি ডুমা, এইচ এল পি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন রাইট টু গ্রো প্রোজেক্ট কোডিনেটর জুলিয়াস আর্থার সরকার, রাইট টু গ্রো প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার ও ট্রেনিং অফিসার প্রশান্ত কুমার রায়, দেবহাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ইউপি সদস্যা যথাক্রমে ফতেমা খাতুন, শিরিনা রসূল ও শ্যামলী রানী, ইউপি সদস্য যথাক্রমে শামসুজ্জামান ময়না, মোশারাফ হোসেন, আব্দুল হান্নান, গোলাম রব্বানী, প্রেম কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব হাজী মহসীন আলী।