সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে কিশোরী নারীদের স্বাস্থ্য ক্যাম্পেইন

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ৭, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামের বয়ঃসন্ধিকালীন কিশোরী নারীদের স্বাস্থ্য ঝুঁক কমাতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজ উন্নয়ন কর্মী রুবিনা পারভীনের উপস্থাপনায় (৭ই অক্টোবর) বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়।

উপক‚লীয় অঞ্চলের বয়ঃসন্ধিকালীন কিশোরী নারীরা বরাবরই স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। জরায়ু সমস্যা, প্রসাবে জ্বালাপোড়া, অনিয়মিত ঋতুস্রাব, খোসপাঁচড়া সহ নানা রকম জটিলতায় ভুগছে উপক‚লীয় কিশোরীরা। নানা প্রকার জটিলতায় ভুগলে ও লজ্জা এবং শঙ্কায় বলতে পারে না তারা। জলবায়ু পরিবর্তনের কারণে অধিক লবনাক্ততা বেড়ে যাওয়ায় এসব সমস্যায় ভুগছে বলে জানান তারা। স্বাস্থ্য ঝুঁকিতে ভুগলেও নেই কোন প্রতিকার এবং তাদের মধ্যে নেই সচেতনতা।

স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য কর্মী মাজিদা বেগম কিশোরী নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে কি করতে কোন ধরনের খাবার খেতে হবে পিরিয়ড কালীন সময়ে কি নিয়ম মেনে চলতে হবে এবং বাল্যবিবাহের কারণে যে কিশোরী নারীরা স্বাস্থ্য সংকটে পড়ে এমন কি মৃত্যু ঝুঁকি অধিক থাকে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন কিশোরী নারীদের এবং তাদের অবিভাবকদের। এছাড়া স্বাস্থ্য ক্যাম্পে কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার বাল্যবিবাহ কে না বলার এবং কিশোরীদের দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান করেন মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম। এছাড়াও স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর