সৈয়দ মারুফ হোসেন, তালা : সাতক্ষীরার তালায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তালা থানা পুলিশের উদ্দ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, জালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রশাদ দাস, ইউপি সদস্য আমজাদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হলে পুলিশের পাশাপাশি জনগনকে এগিয়ে আসতে হবে। প্রতিটি অবিভাবককে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। পারিবারিক ভাবে তাদেরকে সচেতন করতে হবে। তা না হলে তারা মাদক, জুয়া, ছোট খাট ছুরি থেকে শুরু করে আস্তে আস্তে বড় অপরাধী হয়ে উঠবে।
এসকল সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবিভাবকদের কে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পুলিশের সেবা পেতে হলে কোনো দালালদের মাধ্যমে থানাতে আসা লাগবে না। যার সমস্যা তিনি সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানাবেন। থানা এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ সকলের সহযোগীতা কামনা করেন।