তাপস সরকার, তালা : তালায় দুই দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়ছে। বুধবার দুপুরে তালা শিল্পকলা একাডেমির মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন উপকরণ নিয়ে স্টল বসে।
অতিথিরা মেলায় বসা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ফাস্টফুডের ক্ষতিকর দিক নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহন করেন, তালা সরকারি কলেজ, তালা মহিলা কলেজ, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়, জাগরণী মাধ্যমিক বিদ্যালয়, সমকাল মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা পাইলট হাইস্কুল, কুমিরা গার্লস স্কুলসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহন করে।