আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা অনুষ্ঠানিকভাবে শুরু করে বিকাল ৩টায় সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম মিনি। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মোঃ সোহাগ খান নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান সিকদার, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনে আরা হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দ্বীপ, অমর ছাকি পলাশ, এস আই জাহাঙ্গীর হোসেন খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।