আজগার আলী : সাতক্ষীরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ দুই আসামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান’র নেতৃত্বে গতকাল সদর থানার বিশেষ অভিযান টিমের এসআই/শাহজালাল, এএসআই/ইব্রাহীম রাসেল, এএসআই/শাহানুর আলম, এএসআই/জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন কুশখালী ছয়কুড়া মোড়ের পাশে কুতুব মেম্বরের মৎস্যঘের সংলগ্ন পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে চুপড়িয়া গ্রামের আজিবার রহমানের ছেলে বাপ্পি হোসেন (২৪) কে ৫০০ গ্রাম এবং একই গ্রামের শওকত হোসেনের ছেলে আমিনুর রহমান (২০) কে ৫০০ গ্রাম সর্বমোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটককৃতের নামে পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।