সকাল ডেস্ক : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গত ১২ ও ১৩ নভেম্বর ২০২২ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট চুড়ান্ত সফলতা অর্জন করে। উল্লেখ্য যে, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট হতে ইলেকট্রিক শক প্রটেকটর প্রজেক্ট ডিসপ্লে করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রথম স্থান অধিকারকারী পুরস্কারটি তুলে দেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর সভাপতি তারেকুজ্জামান খান এর হাতে। এসময় নবজীবন পলিটেকনিক ইহ্নটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।