দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পারিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মোড়স্থ সড়কে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। মাননবন্ধনে বক্তারা দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলী প্রত্যাহারের দাবি জানান ।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ইউএনও খালিদ হোসেন সিদ্দিকীকে পিএসসি’তে বদলীর আদেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়।