ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১১টায় নবজীবন ইনস্টিটিউটের নিজস্ব অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সহকারী শিক্ষক শেখ বোরহান আলি ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা।
এসময় অভিভাবকরা জানান, স্কুলের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে আমরা সন্তানের যাবতীয় তথ্য নিতে পারি, বের করতে পারি রেজাল্ট শিট। এছাড়া বিদ্যালয়ে পৌঁছানো ও বের হওয়ার সময় প্রতিদিন দুটি করে মেসেজ পাই, ছেলে-মেয়েরা সময়মত স্কুলে যাচ্ছে কিনা জানতে পারছি। ক্লাস টেস্ট সহ সকল পরীক্ষার নম্বর মোবাইল মেসেজে পাচ্ছি। এছাড়া, সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়টির ভুয়সী প্রশংসা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইন্সটিটিউটের শিক্ষক কাজি মফিজুল হক, মো. মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার রায়, আল মামুন শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, রাশেদুজ্জামান, অতনু বোস, আয়েসা আক্তার, তুহিনা সুলতানা, প্রিতম দাশ ও ফাহাদ হোসেন।