তাপস সরকার, তালা : তালায় সমন্বিত প্রাথমিক শিক্ষা পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী মিশন হলরুমে সমন্বিত প্রাথমিক শিক্ষা পরিদর্শন কার্যক্রম শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম প্রমূখ। সমন্বিত প্রাথমিক শিক্ষা পরিদর্শন কার্যক্রমে অংশ নেওয়া উপজেলার বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা প্রথামিক বিদ্যালয় পরিদর্শনের বিভিন্ন তথ্য উপাত্ত বিদ্যালয়ের সুবিধা অসুবিধা আলোচনা সভায় অতিথিদের কাছে তুলে ধরেন।
এসময় খলিলনগর ক্লাস্টারের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের বিদ্যালয়ের অবকাঠামোর অসুবিধা, সুপেয় পানির সংকট, বিদ্যালয়ের সড়কের দূরাবস্থার চিত্র উঠে আসে। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা সকল সংকট ও অসুবিধাগুলোর গুরুত্ব বিবেচনা করে সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে আশ^াস দেন।