বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ‘বাণিজ্যের’ অভিযোগে মামলা

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৭, ২০২২ ১২:২৫ পূর্বাহ্ণ

মোঃ নজরুল ইসলাম পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীর উলুডাঙ্গা, রহিমপুর, সোনাতনকাটি, হরিদাসকাটি (ইউ,আর,এইচ,এস) উচ্চ বিদ্যালয়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। এতে নৈশ প্রহরী পদে ৭ লাখ টাকা দিয়েও চাকরি না পেয়ে নিয়োগ বোর্ডের ১ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মোঃ মোক্তার হোসেন নামে এক নিয়োগ প্রার্থী।

মামলার এজাহারে নিয়োগ বোর্ড সদস্য সচিব ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের নাম উল্লেখ করে পাইকগাছা সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সি,আর-১২৬৯। আদালত মামলাটি পিবিআই খুলনা কে তদন্তের নির্দেশ দেন। এতে, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় একাধিক প্রার্থীর কাছ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।

তবে ওই বিদ্যালয়ের নিয়োগ কমিটির দাবি, ‘কোন প্রার্থীর কাছে আর্থিক কোনো লেনদেন করা হয়নি। বরং মেধার ভিত্তিতে শিক্ষক ও কর্মচারী মিলে সর্বমোট ৫টি পদে ৫ জনকে নিয়োগ দেয়া করা হয়েছে। প্রসঙ্গত ইউ,আর,এইচ,এস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী মিলে সর্বমোট ৫টি পদ শুন্য হওয়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সহকারি প্রধান শিক্ষক, নৈশ প্রহরি, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদের জন্য গত ১৩ জুলাই ২০২২ জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঘোষণা অনুযায়ী গত ৫ নভেম্বর ২০২২ তারিখে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ডাকযোগে এডমিট কার্ড পাঠানো হয়।

এডমিট কার্ডে দিন ক্ষণ ও স্থান হিসাবে পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈশ প্রহরি পদে আবেদনকারী মোঃ মোক্তার হোসেন বলেন, ইউ,আর,এইচ,এস উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমার বাসা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর উক্ত পদে আমি প্রার্থী হিসেবে আবেদন করি এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে একান্তভাবে বৈঠক করি। আমাকে ওই পদে চাকরি প্রদান করা হবে মর্মে ৭ লক্ষ টাকা রফাদফা হয়।

রফাদফা মোতাবেক স্কুলের প্রধান শিক্ষক কে ৩ কিস্তিতে নগদ ৭ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু নিয়োগ পাইনি। পরে জানতে পারি প্রধান শিক্ষকের যোগসাজশে ১০লক্ষ টাকার বিনিময়ে নৈশ প্রহরি পদে স্বগোত্রীয় প্রশান্ত সরকার কে নিয়োগ দেওয়া হয়েছে। তাই চুক্তিমোতাবেক নৈশ প্রহরি পদে নিয়োগ না পেয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরৎ চাইলে তিনি তাৎক্ষণিকভাবে ১লক্ষ টাকা প্রদান করেন ও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন।

এমতাবস্থায় আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি পরবর্তীতে মামলা দায়ের করেছি। টাকা লেনদেনের বিষয়ে প্রধান শিক্ষক ও আমার মধ্যকার মোবাইলে কথোপকথন সংরক্ষিত আছে। এসময় মোক্তার হোসেন আরো জানান, নৈশ প্রহরি পদের অন্য দুই প্রার্থী মোঃ আরিফ হোসেন ও মোঃ আতাউর রহমান কে দিয়ে পরিচ্ছন্নতা কর্মী পদে প্রক্সি দিয়ে কোরাম পূরন করা হয়েছে।

এ বিষয়ে নৈশ প্রহরি পদে আবেদনকারি অন্য দুই প্রার্থী মোঃ আরিফ হোসেন ও মোঃ আতাউর রহমান জানান, নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্র প্রধান শিক্ষক উত্তম কুমার দাস সুকৌশলে আমাদের কে দিয়ে পরিচ্চন্নতা কর্মী পদে উপস্থিতি স্বাক্ষর করান।

এ বিষয়ে ইউ,আর,এইচ,এস উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ জানান,এমপিওভুক্ত বিদ্যালয়ের জনবল কাঠামো নীতি অনুসরণ করে যথাযথভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে এ নিয়োগ বোর্ড গঠন করা হয় এবং এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।

তবে সার্বিক বিষয়ে দায়িত্বে ছিলেন ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান। নিয়োগ কমিটির ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান বলেন, প্রার্থীদের কে আমি চিনি না। প্রধান শিক্ষক প্রার্থীদের ভালো চেনেন। প্রক্সি দিয়ে কোরাম পূরনের ব্যাপারটা তিনিই ভালো জানেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক (বি.ভি.এম.এস) পেলেন এনামুল খাঁন

দেবহাটায় বিশ্ব শিশু অধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনির শ্রীউলায় ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ

মাদকাসক্ত বাবার দেওয়া আগুনে পুড়ে প্রাণ হারালো সাত বছরের ছেলে

কালিগঞ্জে রমাদান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল

পাইকগাছায় পাট চাষীদের প্রশিক্ষণ

আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা