শেখ বাদশা, আশাশুনি : সাতক্ষীরা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ডাঃ আব্দুল হাকিম শপথ গ্রহন শেষে এলাকায় ফিরে আসায় কুল্যা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গত ১৪ নভেম্বর ঢাকায় শপথ গ্রহন শেষে বৃহস্পতিবার বিকালে তিনি সাতক্ষীরায় ফেরেন।
সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে এলাকার শত শত মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আশাশুনিতে যাত্রা করা হয়। সন্ধ্যায় কুল্যা ইউনিয়ন পরিষদে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম বক্তব্য রাখেন। সভায় ইউপি সদস্য আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, আব্দুল কাদের সানা, বছির আহমেদ টুকু, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুর রশিদ, বিশ্বনাথ সরকার, মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, বিউটি কবির ও আরতি সরকার বক্তব্য রাখেন। সভায় দফাদার ইয়াহিয়া, গ্রাম পুলিশ আঞ্জুমান আরা বেগম, রেফাজুল ইসলাম, মিজানুর রহমান, আবেদ আলী, শান্তি কৃষ্ণ বিশ্বাস, মফিজুল ইসলাম, আব্দুর রহমান, ভবতোষ প্রমুখ উপস্থিত ছিলেন।